সোনার বাংলা পরিবহন - ব্রাহ্মণবাড়িয়া টু ময়মনসিংহ

✴️ সোনার বাংলা ✴️
ময়মনসিংহ - ব্রাহ্মণবাড়িয়া।
.





প্রথম দিকে এটার নাম ছিল "মামুন খান পরিবহন"।
২০১০ থেকে ১০ বছর যাবৎ এই একটা বাস দিয়েই আমি এবং আমার ফুল ফ্যামিলি যাতায়াত করি৷
.
- সার্ভিস তুলনামূলক ভালো।
.
- মূল ড্রাইভার হাবিব আংকেল অনেক অভিজ্ঞ ড্রাইভার৷
.
- টিকেট ম্যান সাঈদ আংকেল যথেষ্ট আন্তরিক। (হয়তো এখন নাই)।
.
- তার পরিবর্তে এখন যেই ছেলেটা টিকেট কাটে সেও অনেক ভালো৷ সব সময় আম্মু একা গেলে উনার জন্য ভালো সীটের ব্যবস্থা করে দেয়৷
.
- সুপারভাইজার হারুন আংকেল ও অনেক ভালো৷
.
- এসিস্টেন্ট টাও ভালো। নাম জানিনা।
.
- পাঠগুদামের কাউন্টার ম্যান খুবই ভালো ও আন্তরিক লোক৷
.
- তবে একটা হিন্দু লোক আছে চিকন করে, নাম জানিনা, তার ব্যবহার খুবই খারাপ।
.
.
এটা সম্ভবত Ali Sadat Mohammad Sayem আংকেলের বাস :)
.
২০১০ এ যখন বাসের "মামুন খান" ছিল তখন চেসিস ছিল টাটা ৭০৯/৯০৯, বাস ছিল ভাঙ্গা চূড়া। ক্লাসিক বডি, নেভি ব্লু পেইন্ট। (তখন মাল বোঝাই ট্রাকের কাছেও ওটি খেতাম 😄)
.
২০১১ তে বাস চেঞ্জ করে ভাল বাস নেয়। ইঞ্চিন ছিল টাটা।
.
২০১৬/১৭ তে আবারো বাস চেঞ্জ করে ১৩ লাখ দিয়ে মিতসুবিশি নেয়৷ তবে কন্ডিশন ভালো ছিল না তাই কিছু দিন চালিয়ে সেল করে দেয়৷
.
২০১৭ তে রয়েল কোচ থেকে নীল কালারের একটা টাটা কিনে।
.
২০১৮ তে সেটা সেল করে দেয় এবং প্যাকেট ১৬১৬ ভাইকিং চেসিস কিনে যার উপড় সেমি প্যাকেট বডি প্লেস করে এখন যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে।
.
বাস বাড়ানোর কথা ছিল কিন্তু রুট পার্মিশন নিয়ে প্রবলেম থাকায় আর বাড়াতে পারছেনা।
.
কাউন্টার নাম্বার নিচে দিয়ে দিলাম।
কিন্তু ব্রাহ্মনবাড়িয়া থেকে ময়মনসিংহ যাবার সময় আগের দিন রাতেই সব সীট বুকড হয়ে যায়৷ তাই আগের দিন সন্ধ্যায় ফোন করে সীট কনফার্ম করে রাখবেন৷
.
ছাড়ার সময় ও স্থানঃ
কাউতলী থেকে ৭.২০ মি.
পাঠগুদাম র্যালীর মোড় থেকে ১২.২০ মি.
.
ভাড়াঃ ২৫০/= ফিক্সড।
.
কাউন্টার নাম্বারঃ
01935-321885 (কাউতলী)
01739-397544 (ময়মনসিংহ পাটগুদাম র‌্যালির মোড়)
01926-116394 (গাড়ীর মোবাইল)
0851-63030 (অভিযোগ)

-
লিখেছেন: অবশেষে মেহেদী












একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget