কাজী পরিবহন ১০-৭২০৩ এর সাথে ভ্রমণ রিভিউ
সকালে এহসান ভাইয়ের সাথে দেখা করে আসার পর সজীব ভাই ম্যাসেজ দিলো কয়েকদিন ধরে এই দিকেই ভাইয়ের ডিউটি সময় পেলে দেখা করার জন্য... তো প্রসননো ভাইয়ের সাথে বিশ্বরোড যাওয়ার সময় সজীব ভাইকে নক করি ভাই ও বিশ্বরোড আসতেছে আমিও যায়তেছি... এক পর্যায়ে প্রসননো ভাইয়ের সাথে বিদায় নিয়ে অপেক্ষা করলাম সজীব ভাইয়ের জন্য ১০ মিনিট পর সজীব ভাই হাজির.... অনেক দিন পর দেখা... হালকা আড্ডা দিয়ে দুপুরের খাবার দুইজন একসাথেই খেলাম.... তারপর ৩ টায় ১১৭৫ টিপু ভাই হাজির.... খানিহ্মন চায়ের আড্ডা.. টিপু ভাই চলে গেলো... তো এক পর্যায়ে সজিব ভাই বললো চলেন হালকা টোর দিয়ে আসি আসার সময় রসুল ভাইয়ের সাথে চলে আসবো.... ৪.২০ টাইগার জাবেদ ভাই প্যাকেট ৭২০৩ নিয়ে হাজির... কথা বললাম ছবি তুলা হলো...৪.৪০ যাএা শুরু শুরু থেকেই জাবেদ ভাই মুডে সোহাগ ২০৫৬ ওটি ডান তারপর সেন্টমার্টিন দিপ নামে অজানা বাসের সাথে সমানে সমানে খেলা এক পর্যায়ে সেটাও ওটি.. আশুগঞ্জ, ভৈরব দারানো হয়নাই যাএী ফুল ছিলো... নারায়ণপুর পার হয়ে আগের উওরা,তিতাস ওটি সম্পন্ন.. ৫.২০ মরজাল নেমে জাবেদ ভাইকে বিদায় জানাই....৫.৩০ রসুল ভাই হাজির ১১৬৭.... টান শুরু.. মিতালি ওটি সম্পন্ন ৬০৫ সোহাগের সাথে বিশ্বরোড পর্যনতো সমানে সমান কিছুতেই সাইড দিলোনা + সিএনজি সমস্যা একটু পর পর.... ৬.২৮ আমি মধ্যপাড়া নেমে যায় সজীব ভাইকে বিদায় জানিয়ে...ভাই চলে গেলো কুটি....টোটাল জার্নিটা ভালো ছিলো....
লিখেছেন: শাফিন আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন